সংযুক্ত আরব আমিরাত যেতে হলে আগে রেজিস্ট্রেশন করতে হবে ।

                                       দুবাই যেতে রেজিস্ট্রেশন করতে হবে।

সংযুক্ত আরব আমিরাত যেতে যা করনীয়ঃ

সংযুক্ত আরব আমিরাত যেতে হলে আপনাকে অবশ্যই আগে তাদের " ফেডারেল অথোরিটি' ফর আইডেন্টিটি " সাইটে আপনাকে আপনার পাসপোর্ট এবং অন্যান্ন ডকুমেন্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে অতঃপর তা ভেরিফিকেশন করে আপনাকে ফিরতি একটি ইমেইলে আপনার ভেরিফিকেশন করা ফাইল্টি আপনাকে প্রদান করবে এবং তা প্রদরশন করে আপনি আপনার কাংখিত ফ্লাইটের টিকেট বুকিং দিতে পারবেন। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া আপনাকে সংযুক্ত আরব আমিরাত অবতরন করার পরে ইমিগ্রেশন প্রক্রিয়া সহজতর করবে এবং কোনো রকম বিভ্রান্তি ছাড়াই আপনি বের হতে পারবেন। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া আপনি নিজেও করতে পারবেন অথবা কোনো টাইপিস্ট এর দোকান থেকেও করতে পারবেন।

কিভাবে রেজিস্ট্রেশন করবেনঃ 

প্রথম ধাপঃ নীচের লিঙ্ক এ ক্লিক করুনঃ

পেজটি ওপেন হলে এইরকম এক্টি ল্যানডিং পেজ দেখতে পাবেনঃ 
 
সংযুক্ত আরব আমিরাত যেতে হলে আগে রেজিস্ট্রেশন করতে হবে ।
দুবাই যেতে নতুন নিয়ম জারি !!

আরবি লেখা বুঝলে আরবী অথবা না বুঝলে ইংরেজি বাছাই করে নিন। অতঃপর আপনি আরব আমিরাত এর ভেতরে থাকলে Inside UAE তে ক্লিক করবেন অথবা বাহিরে যেমন বাংলাদেশে থাকলে Outside UAE এ ক্লিক করবেন। এর পরে আপনি নীচের পেজটি দেখতে পাবেনঃ 

সংযুক্ত আরব আমিরাত যেতে হলে আগে রেজিস্ট্রেশন করতে হবে ।

স্ক্রল ডাউন করুন, নীচের পেজটি দেখতে পাবেনঃ

সংযুক্ত আরব আমিরাত যেতে হলে আগে রেজিস্ট্রেশন করতে হবে ।
দুবাইতে বিনিয়োগ করার এখনই সঠিক সময় ।

Nationality: সার্চ বাটন থেকে আপনি যে দেশের নাগরিক সেই দেশের নাম বাছাই করুন।(পাসপোর্টে যা আছে)

English Name: আপনার নাম ইংরেজি বড় হাতের অক্ষরে স্পেস ছাড়া লিখুন

Arabic name: এই আরবী লেখাটা অটোমেটিক হয়ে যাবে।

Gender :  আপনি মহিলা নাকি পুরষ তা বাছাই করুন। (পাসপোর্টে যা আছে)

Date of Birth: আপনার জন্ম তারিখটি ক্যালেন্ডার থেকে বাছাই করুন। (পাসপোর্টে যা আছে)

Expo Place Of Birth: আপনার জন্মস্থান (পাসপোর্টে যা আছে) তাই লিখুন।

Applicant  email: একটি ইমেইল এড্রেস লিখুন যা আপনি ইনবক্স চেক করতে পারবেন।

Watermark Mobile:  বর্তমান অথবা আমিরাত এর একটি নম্বর দিন ( যার আপনার নিজের) এই ধাপটি শেষ হলে স্ক্রল নীচে নিনঃ নীচের পেজটি লক্ষ করুনঃ

সংযুক্ত আরব আমিরাত যেতে হলে আগে রেজিস্ট্রেশন করতে হবে ।
কিভাবে সংযুক্ত আরব আমিরাতে একটি ব্যবসা শুরু করবেন।

Passport Information:

Passport Type: প্রথম বক্সে Normal লিখুন তার ডান পাশের বক্সে Ordinary বাছাই করুন।

Passport Number: আপনার বর্তমান পাসপোর্ট নম্বরতি লিখুন (পাসপোর্ট এ যা আছে)

Issue Date: আপনার বর্তমান পাসপোর্ট কত তারিখে প্রদান করেছে সেই তারিখটি ডায়াল করুন

Expire Date: আপনার বর্তমান পাসপোর্ট যে তারিখে এক্সপায়ার হবে সেই তারিখটি ডায়াল করুন।

Arrival Information:

Expected Arrival Date: আপনি যে তারিখে যেতে চান সেরকম সম্ভাব্য একটি তারিখ বাছাই করুন।

Expo Departure Country: যে দেশ থেকে আপনি বহির্গমন করবেন তার নাম লিখুন।

সংযুক্ত আরব আমিরাত যেতে হলে আগে রেজিস্ট্রেশন করতে হবে ।
এই পেজে র উপড়ের দিকে দেখুনঃ

Expo Address Inside UAE: আপনি আমিরাতের যেখানে থাকেন সেই স্টেট এর নাম লিখুন। (যেমন শারজাহ, দুবাই, আবুধাবী, রাস আল খাইমাহ ইত্যাদি)

Details Address: এইখানে আপনার স্পন্সর বা কোম্পানীর পূর্ণ ঠিকানা লিখলে ভালো হয়।

  যেমনঃ INDUSTRIES ARE NO: 13, SHARJAH, UAE, NEAR AL SHOLA SCHOOL. এর পরের ধাপে দেখুন আপনার টিকা কবে , কোথায়, কোন তারিখে কোন ডোজ নিয়েছেন তার বিস্তারিত লিখতে হবে।

Vaccine Information:

Vaccine Country: ( UAE) Select > আপনার টিকা যে দেশে বসে নিয়েছেন সে দেশের নাম বাছাই করুন।

Vaccination Type: (xxx) Select >  কোন টিকা নিয়েছেন বাছাই করুন, যেমন, ফাইজার, সিনোফারম ইত্যাদি।

First Vaccination Date: প্রথম ডোজ কয় তারিখে নিয়েছেন তা উল্ল্যেখ করুন।

Second Vaccination Date: দ্বিতীয় ডোজ কয় তারিখে নিয়েছেন তা উল্ল্যেখ করুন।

Third Vaccination Date:  (এই বক্সটি খালি রাখুন (৩য় ডোজ নিলে তা লিখতে পারেন)।

নীচের ধাপটি অনুশরন করুনঃ

সংযুক্ত আরব আমিরাত যেতে হলে আগে রেজিস্ট্রেশন করতে হবে ।
দুবাই'তে ব্যবসা করার জন্য লাইসেন্স এর বিস্তারিত।

Accessories Info:

Passport Image: আপনার পাসপোর্ট এর পেজটি আপলোড করুন।

Personal Image:  আপনার বর্তমান রঙ্গিন এক কপি ছবি আপলোড করুন। (600X600 পিক্সেল মাপের ছবি)

PCR Test Result: আপনার PCR টেস্ট রেজাল্ট "নেগেটিভ" আপলোড করুন।

Covid-19 Vaccination Card: টিকা নেওয়ার কার্ড টি আপলোড করুন।

আপনি এখন রেজিস্ট্রেশপনের শেষ ধাপে এসে গেছেন।

সংযুক্ত আরব আমিরাত যেতে হলে আগে রেজিস্ট্রেশন করতে হবে ।
 

উপরে লিখিত ডিক্লারেশন বক্সে (রেডিও বাটন) এ একটি (টিক) দিয়ে  সেন্ড বাটনে  (Send) ক্লিক দিয়ে ফরমটি সাবমিট করুন। ব্যাস আপনার কাজ এই পর্যন্ত শেষ।

আপনি যে মেইল এড্রেস টি দিয়েছেন সেইটির ইনবক্স চেক করুন। আপনার প্রদত্ত সকল নথিপত্র সঠিক দিয়ে থাকলে কিছুক্ষনের ভেতরেই আপনার আবেদন টি এপ্রুভ্যাল পেতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে  ২৪ ঘন্টাও লেগে যেতে পারে। 
আপনার ইমেইল ইনবক্সে ফিরতি একটি এপ্রুভ্যাল ফাইল পাঠাবে, সেটি ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ করুন। টিকেট বুকিং এর সময়ে এইটি প্রয়োজন হবে এবং পরবর্তীতে বহির্গমন এবং এরাইভ্যাল ইমিগ্রেশনে এই ফাইলটি প্রদর্শন  করতে হবে।



Download Document for enter UAE



No comments

Powered by Blogger.