দুবাইতে বিনিয়োগ করার এখনই সঠিক সময় । (Now is the right time to invest in Dubai)

 


দুবাইতে বিনিয়োগ করার এখনই সঠিক সময় ।

(আবুধাবি ১৯.০৯.২০২১/পর্ব ১)


এশিয়ার অনেক দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোটো- বড় বিনিয়োগকারি আছেন, যারা অলস ভাবে অর্থ মজুদ করে ফেলে রেখেছন, ইনভেস্ট করার ইচ্ছা থাকলেও সঠিক গাইডলাইন না পাওয়ায় বিনিয়োগে আগ্রহি হচ্ছেন না। তা'ছাড়া মধ্যপ্রাচ্যের বিনিয়োগের নিয়মকানুন ভালোভাবে না জানার কারনেও বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না। আজকে আমার এই প্রতিবেদনে সংযুক্ত আরব আমিরাতে বিনিয়োগ করার বর্তমান অবস্থান্ কি তা জানতে পারবেন।


আপনারা জানেন কোভিড-১৯ এর কারনে বিশ্বের বলতে গেলে সকল দেশেই ব্যাবসা প্রতিষ্ঠান মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। এমনকি অনেকে সবকিছু হারিয়ে অনেক পুরোনো ব্যাবসাকেও গুটিয়ে ফেলেছেন। 

বৈশ্বিক মহামারির প্রভাব থেকে অনেক দেশই এখন নিরাপদ স্থানে পৌছে গেছেন। মধ্যপ্রাচ্যের ভেতরে সংযুক্ত আরব আমিরাত তাদের মধ্যে অন্যতম।

কোভিড-১৯ এর কারনে বেশি ক্ষতিগ্রস্থ ব্যাবসা গুলোই এখন অগ্রাধিকারে সফলতার মুখ দেখার সুযোগ পাচ্ছেন।

সংযুক্ত আরব আমিরাতের অত্যন্ত দক্ষ এবং নমনীয় ব্যবসা নিয়ন্ত্রণ ব্যবস্থা অনেক বিদেশী বিনিয়োগকে উৎসাহিত করার জন্য ডিজাইন করা হয়েছে। সে দেশের নীতিনির্ধারকরা ব্যাবসাকে চাঙ্গা করার জন্যে অনেক শর্ত বাতিল করে তা শিথিল করেছেন। আর এইটাই হলো বর্তমানে বিনিয়োগ করার সঠিক সময়. কোন কোন খাতে বিনিয়োগ করলে আপনি স্বল্প সময়ে সফলতা অর্জন করতে পারবেন? অথবা, কিভাবে দুবাই ফ্রি জোনে কোম্পানি নিবন্ধন করবেন, এবং খরচ কি রকম? বিস্তারিত জেনে নিন -



Now is the right time to invest in Dubai.

(Abu Dhabi 19.09.2021)

There are small and big investors scattered in many Asian countries who have lazily hoarded money, are willing to invest but are not interested in investing due to lack of proper guidelines. Besides, they do not have the courage to invest because they do not know the investment rules of the Middle East well. In my report today, you will learn about the current position of investing in the UAE.

As you know, due to Kovid-19, businesses in almost every country in the world have suffered severe losses. Many have even lost everything and closed down many old businesses. Many countries are now safe from the effects of the global epidemic. The United Arab Emirates is one of them in the Middle East. 

Businesses are now the most affected by Covid-19 getting a chance to see the face of success as a priority. UAE’s extremely efficient and flexible business regulation system is designed to encourage a multitude of foreign investments. Policymakers in that country have relaxed many conditions to boost business. And now is the time to invest. In what areas can you invest in a short period of time to achieve success? Or How to register a company in Dubai Free Zone, and what are the costs? Details here -

কিভাবে সংযুক্ত আরব আমিরাতে একটি ব্যবসা শুরু করবেন।


No comments

Powered by Blogger.